বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

কোটা সংস্কারের দাবিতে রাবিতে আন্দোলন অব্যাহত

রাবি প্রতিনিধি॥ কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে এবারসহ ৫ বারের মত আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা সংস্কার না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীতা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীরা তাদের এ দাবি আদায়ে মানববন্ধন করে।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সূচিতা রায়ের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ মোন্নাফের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রশিদুল ইসলাম মুবিন, ইংরেজী বিভাগের গোলাম মোর্শেদ, ইতিহাস বিভাগের সালাউদ্দিন সায়েম, পপুলেশন সায়েন্স বিভাগের রাফি, সমাজকর্ম বিভাগের রবিউল, দর্শন বিভাগের ফিরোজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যারা কোটা ব্যবস্থার মাধ্যমে চাকুরি করেন তারা সমাজে দূর্বল শ্রেণীর। তাদের জন্য কোটা ব্যবস্থা চালু রাখলেও তা দরকার একটি সীমাবদ্ধতা। কিন্তু বর্তমানে যেন কোটাই মহান হয়ে দাঁড়িয়েছে। কোটা ছাড়া বর্তমানে চাকুরি করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’

এসময় তারা আরও বলেন, ‘বাংলাদেশেই এ অসম কোটা ব্যবস্থা বিদ্যমান। চাকুরিতে ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা চালু থাকায় অনেক মেধাবীরা ভালো পরীক্ষা দেয়া সত্ত্বেও তাদের মূল্যায়ন করা হয় না। যার ফলে আজ মেধাবীরা যোগ্য স্থানে যেতে পারছেনা।’ পরে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ৫ দফা দাবি পেশ তুলে ধরেন। তাদের দাবিগুলো, ‘কোটা ব্যবস্থা ৫৬ থেকে ১০ শতাংশ করা, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, একটি পরিবার থেকে একাধিক প্রার্থীকে কোটায় চাকুরি না দেওয়া, কোটার জন্য বিশেষ সার্কুলার না দেওয়া, চাকুরির ক্ষেত্রে সকলের জন্য অভিন্ন বয়স প্রক্রিয়া প্রণয়ন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com