শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

কালিয়ায় এসএসসি পরীক্ষার ফর্ম পুরণে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা

নড়াইল প্রতিনিধি : নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে এসএসসি পরীক্ষার ফর্ম পুরণ করতে ব্যর্থ হয়ে আকাশ দাশ (১৬) নামে এক শিক্ষার্থী বিষপানে অত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে কালিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকালে উপজেলার বলাডাঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের পঙ্কজ কুমার দাশের ছেলে ও কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

চিকিৎসাধীন আকাশ ও তার পারিবারিক সুত্র জানায়, গত প্রায় ৩ বছর যাবত তার মা বিথীকা রানী দাশ পক্ষাঘাত রোগে আক্রান্ত হওয়ার কারণে মায়ের সেবা যত্নের পাশাপশি লেখা পড়া চালিয়ে যাচ্ছিল আকাশ। এবছর এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের জন্য দুইবার অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হয়।

সে কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ফর্ম পুরণের অনুমতি দেয়নি। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে সে নিজ বাড়িতে বিষপান করলে স্বজনরা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

কালিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ সরকার বলেন, চিকিৎসাধীন আকাশ এখন অনেকটাই ঝুঁকিমুক্ত রয়েছে। তাকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী বলেন, অধিক সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেয়ার জন্য ২ বার নির্বাচনী পরীক্ষা নেয়া হয়েছে।

প্রথম বারের নির্বাচনী পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে দ্বিতীয় বার আবার তাদের পরীক্ষা নেয়া হয়েছে। দু’টি পরীক্ষায়ই আকাশ একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে। কাজেই বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাকে ফর্ম পূরণের অনুমতি দেয়া সম্ভব হয়নি। কালিয়ার ইউএনও রুনু সাহা বলেন, এ বিষয় খোঁজ-খবর নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com