মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার ১২ নভেম্বর এবারের এশিয়ান আরচারিতে মিশ্র বিভাগে দ্বিতীয়বারের মতো পদক জিতেছি। পদকের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’ ভারতকে হারিয়ে স্বর্ণপদকে চোখ হিমুর, ‘আমরা অবশ্যই এখন স্বর্ণের জন্য খেলব। কোরিয়াকে হারিয়েছি, ভারতকেও হারানো সম্ভব।’ আগের দিন পর্যন্ত আট ইভেন্টের মধ্যে পদকের সম্ভাবনা টিকে ছিল কম্পাউন্ড নারী একক ইভেন্টে কুলসুম আক্তারের। তার সেমিফাইনাল আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। তবে তার আগে সকালে মিশ্র ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলবেন বন্যা ও হিমু। এশিয়ান আরচারিতে রুপা নিশ্চিত করে বেশ খুশি হিমু বাছাড়, ‘২০২১ সালে দলগত বিভাগে পদক জিতেছিলাম। নারী কম্পাউন্ড আরচ্যার বন্যা আক্তার অনেকদিন ধরেই খেলছেন। এশিয়ান পর্যায়ে একটি পদক পেয়ে তিনিও বেশ তৃপ্ত, ‘এর আগেও এশিয়ান আরচারিতে আমি ও আশিক রেকর্ড স্কোর করেও পদক পাইনি।
এবার ব্যক্তিগত ইভেন্টে যখন পারলাম না, তখন ফোকাস ছিলাম মিশ্র বিভাগ নিয়ে। আমি পার্টনারকে সহায়তা করেছি, সেও করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ায় ফাইনালে উঠতে পেরেছি।’ কোরিয়া বিশ্ব আরচারির বড় পরাশক্তি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিকেও পদক থাকে তাদের। সেই দেশের আরচ্যারকে হারানো নিয়ে ফরিদপুরের কন্যা বন্যা বলেন, ‘গত তিন বছর আমি কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি। এজন্য আমার টেম্পারমেন্ট অন্য আরচারদের চেয়ে একটু বেশিই।
কোরিয়ান আরচ্যারকে ভয় পাইনি, স্বাভাবিক খেলা খেলেই হারিয়েছি।’লস অ্যাঞ্জেলসে প্রথমবারের মতো অলিম্পিকে যুক্ত হতে যাচ্ছে কম্পাউন্ড ইভেন্টটি। তাই বরাবরই খুশী বন্যা, ‘আমরা আগেও বলেছি আমাদের বিদেশি কোচ দরকার। কম্পাউন্ড আগে অলিম্পিক ইভেন্ট ছিল না।
লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কম্পাউন্ড রয়েছে। আমাদের বিদেশি কোচ ও সুযোগ-সুবিধা দিলে আমরা আরও ভালো করতে পারব।’ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কম্পাউন্ড অন্তর্ভুক্ত হয়েছে। আমরা সেই লক্ষ্যে কম্পাউন্ডে আলাদা কোচ ও পরিকল্পনা করছি। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের এই ফলাফল আমাদের আরও উৎসাহিত করছে।’