শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস (ফাইল ছবি) অনলাইন ডেস্ক:: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর স্বাস্থ্য পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
তিনি জানান, ১৮ প্রকল্প বাস্তবায়নে মোট অর্থায়নের পরিমাণ ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ ১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা। বিদেশি ঋণের পরিমাণ ৫ হাজার ৬০৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।
পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, অনুমোদিত ১৮ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্পের সংখ্যা ১৩টি সংশোধিত প্রকল্পের সংখ্যা পাঁচটি।