মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে সড়ক দূর্ঘটনায় বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে ইসলামপুর পৌর এলাকার পশ্চিম ভেঙ্গুরা গ্রামের নওশের আলীর পুত্র।
আজ শনিবার (১১ মে) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, পৌর এলাকার গঙ্গাপাড়া গাবতলী মোড় নামকস্থানে বালুবাহী মাহিন্দ্র ট্রাক মোড় গুরতেই মটরসাইকেল আরোহী বেলাল হোসেনের সাথে ধাক্কা লাগে। এতে সে পড়ে যায় এবং চাক্কার সাথে লেগে গুরুত্বর আহত হয়। পরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, দূর্ঘটনার বিষয়ে কিছুই জানিনা। আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।