শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত স্পোর্টস রিপোর্টার:: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে থেকেও দুর্দান্ত ঘুরে দাঁড়াল টাইগাররা। পরের দুই ম্যাচে ব্যাট-বলের নিখুঁত সিম্ফনি বাজিয়ে শেষ পর্যন্ত সিরিজটিকে নিজের করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আইরিশরা। কিন্তু বাংলাদেশের শৃঙ্খলিত বোলিং ও আক্রমণাত্মক মনোভাবের সামনে তাদের লাইন-লেন্থ বারবার বেসামাল হয়ে পড়ে। তাতে ১৯.৫ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট, যেন পাহাড় ভাঙার স্বপ্নই দেখা হয়নি তাদের।
পাল্টা জবাবে ব্যাট হাতে নেমে পুরো দৃশ্যপটটিকে নিজের মতো করে আঁকলেন তানজিদ হাসান তামিম। স্ট্রোকে স্ট্রোকে ছিল তরুণ আগ্রাসন, ছিল আত্মবিশ্বাসের দীপ্তি। তার দৃষ্টিনন্দন ফিফটিকে সঙ্গ দিল অন্য প্রান্তে পারভেজ হোসেন ইমনের শান্ত স্থিরতা। তাতে মাত্র ১৩.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। এ জয় শুধু একটি ম্যাচের নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধারেরও।
সিরিজ শেষ হলো বাংলাদেশের ২-১ ব্যবধানের জয়ে। আর সেই জয়ের গর্বে উজ্জ্বল হয়ে উঠল চট্টগ্রামের সমুদ্রবেলা।