বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃঃ
টিনের পানি চুইয়ে নষ্ট হয়ে গেছে পলেস্তার। সংরক্ষনের জন্য আসবাবপত্রের অভাবে বৃষ্টির পানি পড়ে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। বিশেষ করে পুরনো দরজা-জানালা বন্ধ করতে হলে নিতে হয় আরেকজনের সহযোগিতা। জরাজীর্ণ ভবনটিতে বাস করে ব্যাঙসহ বিভিন্ন রকমের পোকামাকড়। বিদুৎতের ছোঁয়া বঞ্চিত অন্ধকারাছন্ন আধাপাকা জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শত শত বছরের ঐতিহ্যবাহী যোগাযোগ মাধ্যম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইডি (এক্সট্রা) সাব পোস্ট অফিসের সকল কার্যক্রম। প্রায় ২’শ বছর আগে অত্যান্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বাণিজ্যে কেন্দ্র হিসেবে পরিচিত উপজেলার আড়ানীতে পোস্ট অফিসটি নির্মাণ করা হয়। আধুনিক যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ পোস্ট অফিসে । নানা সমস্যায় জর্জরিত এই পোস্ট অফিসটি সংস্কার কিংবা নতুন করে ভবন তৈরির কোন পদক্ষেপ আজো পর্যন্ত গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এই পোস্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
সরেজমিন কথা বললে পোস্ট মাস্টার সাইফুল ইসলাম জানান, এখান থেকে চিঠি আদান-প্রদান, মানিঅর্ডার ইস্যু, সেভিংস একাউন্টসহ উপজেলা পোস্ট অফিসের সমমান কার্যক্রম পরিচালিত হলেও দীর্ঘদিন যাবৎ এই পোস্ট অফিসটি নানা সমস্যায় জর্জরিত। জনবল থাকলেও এখানে নেই প্রয়োজনীয় আসবাবপত্র, নেই কোন ডিজিটালাইজড যন্ত্রাংশ। বর্ষা মৌসুমে ঘরের টিনের ছাউনি দিয়ে বৃষ্টির পানি পড়ে অনেক জরুরি কাগজপত্রাদি নষ্ট হয়ে যায়। ভবনটির জরাজীর্ণ দশার কারণে ভেতরে বাস করে ব্যাঙসহ বিভিন্ন রকমের পোকামাকড়। আধুনিক সময়ে পোস্ট অফিসের এই সব বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ আস্তে আস্তে পোস্ট অফিসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় মাজদার রহমান জানান, আড়ানী পোষ্ট অফিসটি এ অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । কখন যে মাথার উপর ভেঙ্গে পড়বে তার কোন নিশ্চয়তা নেই। জনস্বার্থে এ ভবনটি জরুরি ভিত্তিতে পুনর্র্নিমাণের ব্যবস্থা করা না হলে ডাক সেবা মারাত্মকভাবে বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটির এরুপ অবস্থা দেখা গেলেও বিষয়টি আমলেই নিচ্ছে না কর্তৃপক্ষ।