শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

আইন শৃংখলা ভালো রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার

নড়াইল প্রতিনিধি : নড়াইলে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত পুুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) কাজী হাসানুজ্জামান, পুলিশ পরিদর্শক জেলা (বিশেষ শাখা) মীর শরিফুল হক, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান বলেন, পুলিশ ও গণমাধ্যমকর্মী একই সূত্রে গাঁথা। আমরা সকলে মিলে এক সাথে একে অপরের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে নিজেদের মধ্যে কোন প্রকান ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে না। নিউজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। জেলা পুলিশ আপনাদের সাথে আছে, আমি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com