রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

ফরিদপুরে র‍্যাবের অভিযানে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

মো.সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের ভাঙ্গা হতে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব১০; একই সাথে মাদক পরিবহনে মাইক্রোবাস ও জব্দ করা হয়েছে।এ ব্যাপারে র‍্যাব ১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক চৌদ্দ লক্ষ চার হাজার টাকা মূল্যমানের চারশত আটষট্টি বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম
১। নাঈম রশিদ (২৪), পিতা- মামুন উর রশিদ, সাং- রামনগর, থানা- দর্শনা,
২। মো. রাজন মিয়া (২৬), পিতা- মৃত আমিনুল হোসেন,সাং- গোয়ালপাড়া, থানা- জীবনগর,
৩। মোঃ রহেল মিয়া (২৬), পিতা- মো. ইদ্রিস আলী, সাং-শান্তিনগর, থানা- দর্শনা,

সর্ব জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়।এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।এছাড়া আসামী নাঈম রশিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com