বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল (শ্রীনগর-মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জলাবদ্ধতা নিরসন ও পানির প্রবাহ নিশ্চিতের জন্য সরজমিন পরিদর্শন করেছে প্রতিনিধি দল।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পরিদর্শন দলটির সদস্য বৃন্দ উপজেলার বাঘড়া, ভাগ্যকুল ও কোলাপাড়া ইউনিয়নে বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এসময় তারা পদ্মা নদী থেকে আড়িয়ল বিল সহ বিভিন্ন জলাধারে পানি প্রবাহ নিশ্চিতে বিভিন্ন খাল ও সুইস গেইটের মুখের বর্তমান পরিাস্থতি অবলোকন করেন। পরিদর্শক বৃন্দ মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের কাছে তাদের রিপোর্ট পেশ করবেন।
মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)দিপক কুমার রায়ের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মসিউর রহমান মামুন, নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, মুন্সীগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোনায়েম সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ রাজিউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, সাবেক গ্রামীন ব্যাংকের কর্মকর্তা আব্দুর রশিদ খান প্রমুখ।