বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

রাবি বিএনপি পন্থী শিক্ষক ফোরামের মানববন্ধন

রাবি প্রতিনিধি:
দূর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ১১ ফেব্রুয়ারী রোববার সকালে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধনে বক্তারা বলেন, আগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসার জন্য এই সরকার পরিকল্পিতভাবে এ সাজা প্রদান করেছেন। এ রায়ের মাধ্যমে দেশনেত্রীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
মানবন্ধনে রায়কে প্রহসনমূলক উল্লেখ করে বক্তারা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলা করে সেনাসমর্থিত অবৈধ সরকার। ঐ আমলের দূর্নীতি মামলায় বর্তমান প্রধানমন্ত্রীর নামও ছিল। কিন্তু তিনি নিজের মামলা প্রত্যাহার করে, খালেদা জিয়ার মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।’
অন্যদিকে খালেদার নি:শর্ত মুক্তি দেওয়া না হলে বিশ^বিদ্যালয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচী সহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে বলে হুমকি দেন শিক্ষক ফোরাম নেতারা। এরই অংশ হিসাবে সোমবার সকালে আবারও মানববন্ধনের ঘোষণা দিয়েছে দলটি।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় ও সভাপতি কে বি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমজাদ হোসাইন, ড. ফজলুল হক, আইবিএ অধ্যাপক ড. হাছানাত আলী, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সাদাদলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ড. এনামুল হক, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি শহীদুল্লাহ প্রমুখ।
মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com