সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর ময়মনসিংহ জেলা পর্যায়ে পুরষ্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ এনামুল হক ও জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা। এ সময় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও পুরষ্কার ও সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীগণ উপস্থিত থেকে পুরষ্কার ও সনদ গ্রহণ করেন।