বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে সালিশ বৈঠকে ছুরিকাঘাত করে ৩ জনকে হত‌্যা

মো: রেজাউল করিম রয়েল, মুন্সীগঞ্জ প্রতিনিধি:: মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মারামারির ঘটনার সালিশে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের তিন জনকে হত‌্যা করা হয়েছে। আহত হয়েছেন পাঁচ জন।

বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯) ও একই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মিন্টু প্রধান (৪৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ইভটিজিংয়ের একটি ঘটনা নিয়ে রাত ১০টার দিকে সালিশ শুরু হয়। তবে তা মিথ্যা প্রমাণিত হলে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরে সৌরভ গ্রুপের লোকজন ইমন গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে ইমন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাকিব। আহত হন ছয় জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু প্রধান মারা যান।

ওসি আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন বলা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com