সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

মহানবী (সঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ভারতে বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটূক্তি করার প্রতিবাদে এবং রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) উপজেলার হবিরবাড়ীবাসীর আয়োজনে জুম্মার নামাজ শেষে সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সিডষ্টোর কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ করেন। এছাড়া উপজেলার ভালুকা পৌর সদর সহ বিভিন্ন মসজিদেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র নুপুর সর্মার এমন বক্তব্য গ্রহনযোগ্য নয়, একজন মুসলমান হিসেবে আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা নুপুর সর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। সেই সাথে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এ ঘটনার রাষ্ট্রিয় ভাবে নিন্দা জানাতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com