সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

ভালুকায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় সহকারী কমিশনার(ভূমি) হাসান আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট শওকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ সহবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগেও দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com