সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (২০) নামের এক ইলেক্ট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। তিনি একই গ্রামের হাতেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বেসরকারী বিদ্যুৎ মিস্ত্রী ইসমাইল হোসেন বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে যাওয়া একটি সার্ভিস লাইন পুনরায় সংযুক্ত করার জন্যে বিদ্যুতের খুঁটিতে উঠেন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জনান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মাললার প্রস্তুতি চলছে।