সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

ভালুকায় জেলা পরিষদ নির্বাচনে মোস্তফা কামাল বিজয়ী

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ড ভালুকার সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা কামল।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলার ভালুকা ১৩ নং আসনে জেলা পরিষদ নির্বাচন সুষ্টভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে এক টানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভালুকা উপজেলা ১৩ আসনে সাধারন সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্ধীতা করলেও আগেই দুইজন র্প্রাথী তাদের র্প্রাথীতা প্রত্যাহার করে নেয়। নির্বাচনে পর্যাপ্ত পরিমানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়। নির্বাচন চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে ১৩নং ওয়ার্ড ভালুকার সাধারণ সদস্য পদে মোঃ মোস্তফা কামাল হাতি মার্কায় ৮০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী পলাশ মানিক টিউবওয়েল মার্কায় পান ৭২ ভোট। এছাড়া নির্বাচন থেকে সরে দাড়ানো দুই প্রার্থী এ.বি.এম জিয়া উদ্দিন ঘুড়ি মার্কায় ৪ ভোট ও জসীম উদ্দিন আহমেদ তালা মার্কায় ১ ভোট পান।

অপরদিকে, ভালুকা ১৩ আসন থেকে ১১১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ’লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসূফ খান পাঠান (আনারস)। চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম আমিন (চশমা) ১৬ ভোট, নূরুল ইসলাম রানা (ঘোড়া) ২৮ ভোট ও হাবিবুল ইসলাম (মোটরসাইকেল) ৪ ভোট পেয়েছেন। এখানে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় ভোট হয়নি।

ভালুকায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ১৩ নং ওয়ার্ড গঠন করা হয়। এ ওয়ার্ডে মোট ভোটার ১শত ৫৯জন। তাদের মধ্যে পুরুষ ১শত ২২জন ও নারী ৩৭ জন ভোটার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com