সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

ভালুকায় আসপাডা সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মসূচি

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের আসপাডা সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সদস্যদের ওরিয়েন্টশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) বিকেলে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ৫০জন কৃষকের উপস্থিতে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কর্মসূচির আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পি.আর.এল) আসপাডা’র প্রধান উপদেষ্টা মোঃ রোকন উদ-দৌলা ও আসপাডার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক লায়ন আলহাজ আবদুর রশিদ।

আলোচনায় লায়ন আলহাজ আবদুর রশিদ বলেন, একজন কৃষক যেন তার জমিতে ৩টি ফসল কলা, পেঁপেঁ ও ধান উৎপাদন এবং ৫টি গাভী খাবার সম্বলিত খামার করে বছরে কমপক্ষে ১০ লক্ষ টাকা আয় করতে পারে তার জন্য কৃষকদের সহজ শর্তে ঋণ দিয়ে পাশে থেকে কৃষদের উন্নয়ন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এ সময় হাতে কলমে ট্রে পদ্ধতিতে ধানের বিজতলা তৈরি করে দেখান মতিউর রহমান ফজলু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আসপাডার মনিটরিং অফিসার মোঃ আশাদুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী সত্যেন্দ্র নাথ মিত্র, প্রকল্প ম্যানেজার মোঃ শাহিন আলম, কৃষি অফিসার সিরাজুল ইসলাম, পল্লব দে, শাহিন আহাম্মেদ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com