বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী আমির হোসেন বাহাদুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে নেয়াজপুর ইউনিয়নের ডিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নোয়াখালী জেলা ছাত্রলীগের মানব সম্পাদক ইমাম হোসেন রাসেল (৩০), ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম খান (২৯), নাজিম উদ্দিন (৩৫) ও রহমত উল্লাহ (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে নৌকার প্রার্থী আমির হোসেন বাহাদুর দেবীপুরে এক নির্বাচনী অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ইউনিয়নের ডিশ লাইন এলাকায় গাড়ি প্রবেশ করলে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তার চার অনুসারী আহত হয়।
আমির হোসেন বাহাদুর বলেন, আমার কাছে খুব খারাপ লাগছে যে তারা এভাবে আমার ওপর হামলা চালিয়েছে। ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গেছি। তবে আমার চার অনুসারী আহত হয়েছে এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, আমি বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।