বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

নড়াইলের জঙ্গলগ্রাম মসজিদের ইমামের বসতঘরে আগুন

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে জঙ্গলগ্রামের আলাউদ্দিন শেখসহ চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় মাওলানা শহিদুল ইসলামসহ তার পরিবারের কেউ ঘরে ছিলেন না। গত তিনদিন আগে মাওলানা শহিদুল ইসলাম গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামে বেড়াতে যান।

আগুনে দেড় ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, বইখাতা, বিছানাসহ টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের পাশে পরিবারসহ ইমামের থাকার জন্য বসত ঘরটি করে দেয়া হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি আমির হোসেনসহ সদস্যদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ইমামের থাকার ঘরে আগুন দিয়েছে।

এর আগে সিঁদ কেটে ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। ইমামের জন্য যে জমিতে বসতঘর করা হয়েছে, তার পাশেই প্রতিপক্ষের জমি রয়েছে। ইমামের বসতঘরের বাথরুম নিয়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন মসজিদ কমিটির লোকজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com