editor2
- ৩ ডিসেম্বর, ২০২৩ / ২২৫ জন দেখেছেন
নড়াইল প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে নড়াইল-১ আসনের ৭ প্রার্থীর মধ্যে ১জন ও নড়াইল-২ আসনে ৯ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল ২ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করে রেখেছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটার তালিকার ১ ভাগ সমর্থনের মধ্যে কয়েকজন মৃত ব্যক্তির নাম ও ভূয়া ভোটারের নাম থাকায় জেলা রিটানিং কর্মকর্তা তাঁদের মনোনয়নপত্র বাতিল করেছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা রির্টানিং অফিসের হলরুমে যাচাই বাছাই কার্যক্রম শেষে এসব তথ্য জানা যায়। জেলা রির্টানিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রোববার নড়াইল-২ আসনের ৯ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুর ১ ভাগ সমর্থনের মধ্যে ভূয়া ভোটারের নাম থাকার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ১ ভাগ সমর্থনের তালিকায় মৃত ব্যক্তির নাম ও ভুয়া ভোটারের নাম থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নড়াইল-২ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন- মাশরাফি বিন মর্তুজা (আওয়ামী লীগ), খন্দকার ফায়েকুজ্জামান (জাতীয় পার্টি), মো. লতিফুর রহমান (গনফ্রন্টে), শেখ হাফিজুর রহমান (ওয়ার্কার্স পার্টি), মো.মাহাবুবুর রহমান (ইসলামী ঐক্যজোট), মো. মনিরুল ইসলাম (এনপিপি) ও মো. মিজানুর রহমান মিজান (জাকের পার্টি)।
অন্যদিকে, যাচাই-বাছাইয়ের প্রথম দিনে শনিবার (২ ডিসেম্বর) নড়াইল-১ আসনের ৭ প্রার্থীর মনোননয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদৎ হোসেন এর মনোনয়ন। তার ১ ভাগ ভোটারের সমর্থনে জমা দেয়া ব্যক্তির মধ্যে কয়েকজন মৃত ব্যক্তির নাম থাকায় তা গ্রহনযোগ্য হয়নি।
এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় জাতীয় পার্টির মিল্টন মোল্লা ও তৃনমূল বিএনপির শ্যামল চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
নড়াইল-১ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন- বি এম কবিরুল হক মুক্তি (আওয়ামী লীগ), তাঁর স্ত্রী চন্দনা হক (স্বতন্ত্র), মো. নজরুল ইসলাম (ওয়ার্কার্স পার্টি), শামীম আরা পারভীন (জাতীয় পার্টি-জেপি)।
Like this:
Like Loading...
Related