বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ঝিনাইদহ-৪ আসনে ওয়ার্কার্স পার্টির দলীয় মনোনয়ন দাখিল

ঝিনাইদহ প্রতিনিধি॥

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের অংশ বিশেষ) আসনের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে পার্টির জেলা ও উপজেলা নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান উপস্থিত ছিলেন। মোস্তফা আলমগীর রতন ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সে উপজেলার রায়গ্রামর ইউনিয়নের মেগুরখির্দ্দা গ্রামের মৃত মহিউদ্দীন মোল্ল্যার বড় ছেলে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com