বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে ৪টি আসনে ৩৯ জনের মনোনয়নপত্র দাখিল

ঝিনাইদহ প্রতিনিধি॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। ঝিনাইদহ জেলায় বিভিন্ন দলের মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে।

শেষ দিনেও অনেক প্রার্থী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। হেবিওয়েট প্রার্থীদের মধ্যে শেষ দিনে ঝিনাইদহ- শৈলকুপা আসন থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই এবং কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলার ৪ টি আসনের মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ৭ জন, ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুন্ডু) থেকে ১২ জন, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) থেকে ৮ জন ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, ইসলামী আন্দোলনের রায়হান উদ্দীন, জাসদ (রব) দবির উদ্দীন জোয়ার্দার। এছাড়া একই আসন থেকে জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন, বিএনপির আব্দুল ওহাব, জয়ন্ত কুমার কুন্ডু, স্বতন্ত্র আবু বকর।

ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-সদরের আংশিক) আসন থেকে নৌকা প্রতিকে বর্তমান সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিক সমি, বাম গণতান্ত্রিক জোটের এ্যাড. আশাদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ফকরুল ইসলাম, গণফরম হাফিজুর রহমান, বিএনপি সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, মশিউর রহমানের ছেলে ইব্রাহিম রহমান (বাবু) জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ মজিদ, এ্যাড. এসএম মশিউর রহমান সহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে নৌকা প্রতিকে সাবেক সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, বিএনপির অধ্যাপক মতিয়ার রহমান (জামায়াত), সাবেক এমপি প্রয়াত শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি, বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান ও আমিরুজ্জামান খান শিমুল। জাতীয় পার্টির ব্যারিষ্টার কামরুজ্জামান স্বাধীন, বিএনএফ’র ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সরোয়ার হোসেন।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের আংশিক) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, বিএনপি মনোনীত প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি মোস্তফা আলমগীর রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মমতাজুর রহমান, বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টির (বিএনএফ) ওয়াদুদুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির ফনি ভূষণ রায়, লেবারেল ডিমোক্রেটিক পার্টি (এলডিপি) খন্দকার মেহেদী হাসান, জাকের পার্টির ইছাহক আলী বিশ্বাস, স্বতন্ত্র থেকে জহুরুল ইসলাম এনপিপি’র কামরুল ইসলাম সহ ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে বিএনপি প্রার্থী শহীদুজ্জামান বেল্টু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির ফনি ভুষণ রায় ও এনপিপি’র কামরুল ইসলাম ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com