বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ঝিনাইদহ প্রতিনিধি॥

বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখার ৭১ বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রাজধানীর গুলশান নিকেতনের এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে কমিটির অনুমোদন দেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ্ব হারুন-অর-রশিদ(সিআইপি)।

এসময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যকরী সভাপতি মুজিবুর রহমান মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জেলা কমিটিতে জে এম মূসা নবিকে সভাপতি, বিএম ইমতিয়াজ আলাহাদকে সিনিয়র সহ-সভাপতি, আনিচুর রহমান আনিচ, এ্যাড. আক্তারুজ্জামান, আনারুল কবির চৌধুরী, মনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিমকে সহ-সভাপতি, মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক, রাজু আহম্মেদ রাজনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিদ্দিকুর রহমান সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক, খন্দকার ফাত্তাহুল হক জোসেফকে সাংস্কৃতিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবকে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, পারভীন আরা পপিকে মহিলা বিষয়ক সম্পাদিকা করে ৭১ বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। সেখানে কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হারুন-অর-রশিদ(সিআইপি)কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝিনাইদহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com