বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম লস্কর (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত জাহাঙ্গীর সদর উপজেলার চুটলিয়া মোড় এলাকার মৃত আকবর লস্করের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কাঞ্চন নগর এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। এসময় ৪৬ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com