বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (১ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।
এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, ঈদের আগে ও পরে জেলার নিরাপত্তার জন্য ১৩’শ ৩২ জন পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া মহাসড়কে ইতোমধ্যেই বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাদাবাজি বন্ধ করা হয়েছে। জেলার ১৫’শ ১৫ টি মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিতব্য ঈদ জামাত নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পোষাকধারী পুলিশের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক সাদা পোষাকে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।