বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চুড়ান্ত রুপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মঙ্গলবার স্থানীয় পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সনাক সভাপতি আবু তাহের, সদস্য সাইফুল মাবুদ, মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, পোল্যান্ডের কাতোভিতসেতে আয়োজিত আসন্ন ২৪তম জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চুড়ান্ত রুপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।