বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ জিয়াউর রহমান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামের রাজ আলী খানের ছেলে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সন্ত্রাসী জিয়াউর রহমান দুর্গাপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। জিয়াউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।