বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০১৮-১৯ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষকদের মধ্যে ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রাণী সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন কবির, উপজেলা মৎস কর্মকর্তা আব্দল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কৃষক রবিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০১৮-১৯ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ৮শ কৃষকের প্রত্যকে ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।