বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে লিমন আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে সদর উপজেলার মহিষাকুন্ডু বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন শহরের চাকলাপাড়ার মকলেচুর রহমানের ছেলে ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, রাতে ঝিনাইদহ-হরিণাকু- সড়কে মোটর সাইকেল চালাচ্ছিল লিমন। সে সময় ওই সড়কের মহিষাকু- বটতলা নামক স্থানে দ্রুত গতিতে থাকা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। সে সময় লিমট ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।