বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

কোটচাঁদপুর থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

আল-ইমরান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥

‘‘চলো যাই যুদ্ধে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‌্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

কোটচাঁদপুর থানা পুলিশের আয়োজনে শুক্রবার বিকাল ৪টা থেকে এ মহড়া অনুষ্ঠিত হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার ও ফাঁড়ির সকল এস.আই ও এ.এস.আই সহ সকল পুলিশ সদস্যদের সাথে নিয়ে থানা চত্ত্বর থেকে মোটরসাইকেল র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, প্রতিদিন মাদক ও সন্ত্রাস বিরোধী ঝটিকা অভিযান চলছে। যার অংশ হিসাবে এই মোটরসাইকের মহড়া প্রদর্শন করা হয়েছে।

ওসি আরও বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন প্রকার সমাজ বিরোধী, মাদক ও নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে কোটচাঁদপুর থানা পুলিশের এই বিশেষ মহড়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com