বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

কোটচাঁদপুরে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত

আল-ইমরান, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী মাওলা বক্স নামে (৬৫) বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে। স্থানীয়রা মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে শহরের ফুলবাড়ি রেল গেট এলাকায় ঘটে এ দূর্ঘটনা। নিহত বৃদ্ধ শহরের রেল স্টেশন কলোনি পাড়ার মৃত ফকির চাঁন শেখের ছেলে। সে এলাকায় টিউবওয়েল মিস্ত্রির কাজ করে বলে জানা যায়।

প্রতাক্ষদর্শীরা জানায়, মাওলা বক্স বিকালে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন এসময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল সহ চালককে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com