শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে উচ্চশব্দে মিউজিক বাজানোর দায়ে ৪ টি এমপ্লিফায়ার জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে উচ্চশব্দে মিউজিক বাজানো ও গণউপদ্রবের অভিযোগে ৪ টি এমপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরের বিভিন্ন এলাকায় গত ১৩ জানুয়ারি রাতে উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণ ও গণউপদ্রবের মাধ্যমে বিরক্তি সৃষ্টি করার সংবাদ প্রাপ্তির পর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মিউজিক বন্ধ করে তাদেরকে সচেতন করা হয় এবং চারটি স্থান থকে ৪ টি এমপ্লিফায়ার জব্দ করে কুড়িগ্রাম থানা পুলিশ। এবং পরবর্তীতে উচ্চ শব্দে ৭৫ ডেসিবল এর উপরে মাইক বাজিয়ে/ মিউজিক বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি করলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে সকলকে অবগত করা হয়।

একই সাথে যে কোন মাইকিং/ মিউজিক বা শব্দের ক্ষেত্রে ৭৫ ডেসিবল মাত্রা মানার জন্য সকলকে আহবান জানাচ্ছে পুলিশ। অসুস্থ নাগরিক, গর্ভবতী নারী, শিশুর ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে সেদিকেও খেয়াল রাখার জন্য মাইকিংকারী বা মিউজিককারীদের আহবান জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com