বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫০৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলম মোল্ল্যা (৩৬) ও মুরাদ হোসেন (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে শহরের মেইন বাসস্ট্যান্ড ও আড়পাড়া নদীপাড়া গ্রাম থেকে তাদের থানার এসআই সাজ্জাদুর রহমান ও এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোন নিয়ে গ্রেপ্তার করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ মেইন বাসস্ট্যান্ড ও আড়পাড়া নদীপাড়ায় অভিযান চালায়।
তিনি আরো বলেন, থানার এসআই সাজ্জাদুর রহমান শহরের বাসস্ট্যান্ড থেকে ২৫৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আড়পাড়া গ্রামের মৃত মান্নান মোল্ল্যার ছেলে আলম মোল্ল্যাকে এবং আড়পাড়া নদীপাড়া থেকে থানার এসআই সম্বিত রায় উপজেলার চাচড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মুরাদ হোসেনকে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।