বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

কালীগঞ্জে স্কুল ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিলো পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের কালীগঞ্জে হাসানুর রহমান (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিল থানা পুলিশ।

সোমবার দুপুরে ঝিনাইদহ হামদহ এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেয়া হয়। হাসানুর রহমান কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও উলø্যা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।

থানা পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় হাসানুর। এরপর সে আর বাড়ি ফিরে যায়নি। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে থানায় একটি জিডি করেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) জিডির তদন্তকারী কর্মকর্তা গোপন সংবাদে জানতে পারেন স্কুল ছাত্র হাসানুর ঝিনাইদহের হামদহ এলাকায় অবস্থান করছে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবারের সদস্যরা থানায় এলে তাদের কাছে হাসানুরকে তুলে দেয়া হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, প্রাইভেট পড়তে এসে স্কুল ছাত্র হাসানুর আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় থানায় জিডি হয়। পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছে। পারিবারিক কলহের কারনে স্কুল ছাত্র হাসানুর রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল বলে সে পুলিশকে জানায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com