বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কালীগঞ্জে যুব দিবসে ১২ যুবক-যুবতী পেল যুব ঋণ

ঝিনাইদহ প্রতিনিধি॥ “জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের নতুন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাসুদ, জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল করিম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে গরু মোটাতাজাকরণ, গাভী পালন, ব্যবসা ও পোশাক তৈরির জন্য ১২ জন যুবক-যুবতীর মধ্যে সাড়ে ১২ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com