বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল কোর্ট চালিয়ে ২টি খাবারের হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পৃথক ভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, স্যাঁত স্যাঁতে পরিবেশ খাবার তৈরি, পঁচাবাসি খাবার বিক্রি, ভারী মিস্টি প্যাকেটের মাধ্যমে ওজনে ফাঁকি দেয়াসহ নানাবিধ অপরাধে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় শহরের ধানসিঁড়ি হোটেলের মালিক আমিন কাজীকে ১০ হাজার টাকা ও রায় সুইটস্ এর উত্তম রায়কে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ওজনে চুরি, পঁচাবাসি খাবার বিক্রিসহ নানা অপরাধে তিনি রায় সুইটসকে ১০ হাজার টাকা ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা ধানসিড়ি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বেশ কয়েকটি হোটেলকে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য সতর্কও করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।