বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিয়াকত আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিয়াকত চাঁদবা একতারপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে একটি যৌতুক মামলার সাজাপ্রাপÍ পলাতক আসামি বলে পুলিশ জানায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, লিয়াকত আলী সিআর ৬৩৬/১৫ নং যৌতুক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিল। আজ ভোর রাতে থানার এএসআই জহিরুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।