বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আশানুর নামের এক কৃষকের ৫ শতক জমির পুইশাক, বেগুন, কলা, ওল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
বুধবার দিনগত রাতে উপজেলার পারশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
পারশ্রীরামপুর গ্রামের কৃষক আশানুর রহমান জানান, নিজের বাড়ির পাশে ১৭ শত জমির মধ্যে ৫ শত জমিতে পুইশাক, বেগন, মরিচ,কলা ও ওল গাছ লাগিয়ে ছিলেন। কিন্তু রাতের আধারে কে বা করা তার জমির সব সবজির ফলস কেটে দিয়েছে। এতে তার ৫০ হাজারের অধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করেন, তিন বছর আগে এই জমিটি জনৈক আলীম এর কাছ থেকে ক্রয় করেন। একই গ্রামের এক ব্যক্তির সাথে তার জমি নিয়ে বিরোধ চলছে। ধারণা করছে তারা জমি দখল দিতে শত্রুতা করে এই কাজ করতে পারে।
কৃষক আসানুরের ছেলে ফয়সাল জানান, তারা গত ৩ বছর ধরে এই জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করছে। ৫ শত জমি থেকে কয়েক হাজার টাকা পুইশাক ও বেগুন বিক্রি করেছে। রাতে তাদের সকল পুইশাক,বেগুন,কলা, মরিচ গাছ গেটে দিয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।