শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার সকালে থানার এএসআই মাসুদ রানা তাকে বাদেডিহি গ্রাম থেকে গ্রেপ্তার করে। সে বাদেডিহি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, সোহাগ হোসেনের বিরুদ্ধে ৩টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়া সে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার আসামি। সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।