বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ রকি মোল্ল্যা হত্যা মামলার প্রধান সন্দেহেভাজন আসামি ইমলাক (২৪) কে একটি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে। মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে সোমবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার ভিটেখোলা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে যশোর সদর থানার শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস সোমবার দুপুর ৩ টার দিকে সাংবাদিকদের বলেন, মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ইমলাক কে একটি ইটালীর তৈরিকৃত পিস্তলসহ ভিটেখোলা নামক স্থান থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নামে বিভিন্ন থানায় ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলা, ১টি ডাকাতিসহ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি আরো বলেন, সে যশোরের ফিঙ্গে লিটন বাহিনীর অন্যতম সদস্য। টাকার বিনিময়ে ভাড়ায় সে মানুষ হত্যার কাজ করে।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের নলবিলের মধ্যে যশোর বাহাদুর গ্রামের আক্কাস আলী মোল্ল্যার ছেলে রকি মোল্ল্যা (২৬) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। যার মামলার নং ৮। তারিখ-০৯/১০/২০১৮ ইং। ওই মামলার সে প্রধান সন্দেহেভাজন আসামি। মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।