শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

উলিপুরে ১৬ মামলার দুর্ধর্ষ আসামী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ১৬ মামলার দুর্ধর্ষ আসামী শাহিনুর রহমান(৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সে বুড়িবুড়ি ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের মজির উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও খুনসহ ১৬টি মামলার দুধর্ষ আসামী শাহিনুরকে বুড়াবুড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ২০১২ সালে চুরি, ২০১৬ সালে জামালপুরে মাদক, ২০২০ সালে উলিপুরে খুনের মামলাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে। দুর্ধর্ষ এই আসামী নানা অপকৌশলে দীর্ঘদিন পলাতক ছিল। দীর্ঘদিন ধরে তার গতিবিধির প্রতি সুতীক্ষ্ণ পর্যবেক্ষন শেষে ৩টি ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার(১৮ ডিসেম্বর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com