বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

উলিপুরে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। রোববার (২৩ আগষ্ট) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আনন্দ শোভাযাত্রা, প্রবীণ নেতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয় মঞ্চ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা সঞ্চলনা করেন আওয়ামীলীগ নেতা প্রভাষক নিমাই কুমার সিংহ।

এ সময় প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, আবুল কাশেম (বিএসসি), এস.এম নুরুল ইসলাম, ডাঃ মুকুল রঞ্জন সরকার, নজির হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বিমল কুমার সাহা, আবুল হোসেন মন্ডল, সাবেক এমপি কানাই লাল সরকারের সহধর্মীনি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মায়া রানী সরকারকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। প্রবীণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com