শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা॥ সারাদেশের ন্যায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ উপলক্ষে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার র্যালী ও লোকজ সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
সৃজনে উন্নয়নে বাংলাদেশ উপলক্ষে সকাল ১০ টায় উন্নয়ন র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। র্যালী শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বর্তমান সরকারের উয়ন্ননের উপর ভিত্তি করে কবি ও লোকজ গান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও এলাকার সুধীজন।