বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

বোচাগঞ্জ ৩টি মোটরসাইকেল ও ৮টি বাইসাইকেল উদ্ধার

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলাধীন সেতাবগঞ্জ পৌর শহরের সুবিদহাট গ্রামের বসবাসকারী মোঃ কালু (৬২) পিতা মৃতঃ জহুর উদ্দীনের বাসায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল ও ৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় কালু ও শহীদ পাড়া মহল্লার খোরশেদ আলমের পুত্র মোঃ রানা (৩২)কে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ্য যে, সমপ্রতি সেতাবগঞ্জ পৌর শহরের কয়েকটি মুদি দোকানে পর পর চুরির ঘটনায় ব্যবসায়ী মহল সহ পৌরবাসী ভীষন উদবিগ্ন হয়ে পড়ে। চোর সিন্ডিকেটকে গ্রেফতার করার বিষয়ে সর্ব মহল থেকে পুলিশের উপর চাপ সৃষ্টি করা হয়। এমন পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিকে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ কালুর বাড়ীতে অভিযান চালিয়ে ৩টি মটর সাইকেল ও ৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচাজ আব্দুর রউফ জানান- অভিযান অব্যাহত থাকায় এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি, এ অভিযান আরও ১ থেকে ২ দিন চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com