রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ গত সোমবার বিকালে বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের সুলতানপুরে ৭৫লক্ষ টাকা ব্যায়ে হাজী দানেশ কলেজ এর চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে কলেজ মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। হাজী দানেশ কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি ও সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে এবং সমাজ বিজ্ঞান বিভাগের প্রবাষক এম বিল্লাহ জুয়েল এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে মোঃ নঈম উদ্দীন শাহ, মোঃ জাফরুল্লাহ, মোঃ রবিউল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, হাজী দানেশ কলেজ এর অধ্যক্ষ মোঃ ইজামুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে বলেই দেশের মানুষ মানসমপন্ন শিক্ষা অর্জনের পাশাপাশি দারিদ্র বিমোচনে সক্ষম হচ্ছে। এমপি বলেন বর্তমান সরকার শুধূ শিক্ষা ব্যবস্থা নয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশিপাশি বাংলাদেশকে বিশ্বের কাছে একটি রোল মডেল দেশ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এমপি দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে অধিক শক্তিশালী করার আহবান জানান।