রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ রবিবার দিবাগত গভীর রাতে বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়নের চাপাইতোর গ্রামের বসবাসকারী মোঃ হামিদুল ইসলামের বাড়ীর টয়লেটের পাশ থেকে তার বিবাহিত মেয়ে শিমু খাতুন (২০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনে বোচাগঞ্জ থানা পুলিশ নিহত শিমু খাতুনের স্বামী রিক্সা চালক মোঃ মনির হোসেন (২২) সাং-মুর্শিদহাট রেলকলনী পাড়াকে সহ মেয়ের পবিবারের সদস্যদের থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসা করছে।
এ বিষয়ে আজ সোমবার বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, লাশের গলায় হালকা স্পট এবং বাম গাল ও নাকে কালশিরা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপার কাহারোল সার্কেল মোঃ রুহুল আমিন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। তবে সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।