রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ “কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পুর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইএসডিও-প্রেমদীপ প্রকল্পের সহযোগিতায় শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৮ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাস হতে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল প্রমুখ।