বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে রোববার (২৮ জুলাই) বিকালে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা- ২০১৯ সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিমুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো.আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.এরশাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ইয়াসিন আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ, জেলার পরিষদের নব-নির্বাচিত সদস্য আতাউর রহমান বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন সহ বীরগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন। ফাইনাল খেলায় ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকদল ও দক্ষিণ পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকাদল বিজয়ী হয়।