বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) থেকে সুকুমার রায়::
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, আমরা বিশ্বের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় কাহারোল উপজেলার শ্রী শ্রী রাধাগোবিন্দজিউ মন্দির (ইসকন) এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমপি গোপাল বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সবাই সোচ্চার। এই বাংলাদেশে কেউ যাতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে এবং জঙ্গিবাদ যেনো আমাদের দেশে মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। উত্তর বঙ্গের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব অত্র কাহারোল উপজেলায় রথযাত্রায় হাজারও নারী-পুরুষের মিলন মেলায় পরিণত হয় উৎসব অঙ্গন। রথটি উপজেলা সদর থেকে পশ্চিমে হাতিশা কামার পাড়া আশ্রমে নিয়ে যাওয়া হয়।
রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সোনালী ব্যাংক লিঃ জয়নন্দ শাখার প্রাক্তন ম্যানেজার মানসিংহ মহান্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, রসুলপুর ইউপির চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র।
এদিকে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে জয়নন্দ শ্রী শ্রী জগন্নাথ মন্দির (ইসকন) এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব এর উদ্বোধন কালে বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।